ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অফবিট

৩ বছরের শিশু রাতারাতি মিলিয়নিয়ার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
৩ বছরের শিশু রাতারাতি মিলিয়নিয়ার

নিউজিল্যান্ডের এক শিশু রাতারাতি মিলিয়নিয়ারে পরিণত হয়েছে। তার বয়স মোটে তিন বছর।

কিন্তু তাতে কি? মাসিক ড্রতে সেই জিতে গেছে বোনাস বন্ডস। ফলে তার পকেটে এসে যাচ্ছে দশ লাখ নিউজিল্যান্ড ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ কোটি ৬৮ লাখ টাকা।
 
শিশুটির জন্মের সময় তার চাচা ২৫০ নিউজিল্যান্ড ডলারে ওই বন্ডটি কিনেছিলেন। তাতেই সৌভাগ্য বয়ে এলো শিশুটির ঘরে।
 
এতে ভীষণ খুশি তার বাবা-মা। নিউজিল্যান্ড হেরাল্ডকে শিশুটির মা তাদের খুশির কথাই বলছিলেন। বললেন, আমার স্বামী যখন টেলিফোনে প্রথম খবরটি জানলেন তখন সে যেনো বাতাসে ভাসছিলো।
 
অবশেষে একটু শান্ত হয়ে আমাকে ঘটনাটি জানালেন। আমরা খুবই থ্রিলড অনুভব করছিলাম, আর আনন্দে লাফাচ্ছিলাম, বলেন তিনি।
 
আমরা জানি আমাদের শিশুটি আসলেই অন্যরকম। কারণ ওর জন্ম হয়েছিলো ক্রিসমাস ডেতে। যা সত্যিই ভিন্ন কিছু। আর এখন সেতো এ পর্যন্ত বোনাস বন্ডস জিতেছে এমনদের মধ্যে সবচেয়ে ছোট।
 
নিউজিল্যান্ডের এই বোনাস বন্ড জয়ী সবচেয়ে বয়ষ্ক ব্যক্তিটি ৯২ বছর বয়সী।       
 
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।