ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

অফবিট

রহস্যময় ফেব্রুয়ারি, আসে ৮২৩ বছরে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
রহস্যময় ফেব্রুয়ারি, আসে ৮২৩ বছরে ফাইল ফটো

৮২৩ বছর কোনো মানুষের পক্ষে কি বেঁচে থাকা সম্ভব? সম্ভব না বলেই ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের মতো আরও একটি এমন ফেব্রুয়ারি মাস বর্তমান বিশ্বে বসবাসকারী কারো ভাগ্যে আর জুটবে না। শুধু তাই নয়, পরবর্তী কয়েক শত প্রজন্ম এমন ফেব্রুয়ারি মাসের দেখা পাবে না।

চলতি সালের ফেব্রুয়ারি মাসকে ঘিরে রয়েছে চমৎকার রহস্য। এ মাসে সপ্তাহের সাতটি দিনই চারবার ঘুরে ফিরে আসবে। অর্থাৎ এ মাসে ৪টি শনিবার, ৪টি রোববার, ৪টি সোমবার, ৪টি মঙ্গলবার, ৪টি বুধবার, ৪টি বৃহস্পতিবার ও ৪টি শুক্রবার। একদিন কমও না, বেশিও না।

গবেষণা বলছে, এমন ফেব্রুয়ারি মাসের আগমন হয় ৮২৩ বছর পর পর।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।