ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

নওগাঁ: নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলা মোড় এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।  

মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মতিউর রহমান নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি নওগাঁ সদর উপজেলা চন্ডিপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে মতিউরসহ দুই যুবক মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এসময় বাবলাতলী মোড়ে যাত্রী ছাউনির সামনে পেছন থেকে রাজশাহীগামী ধান বোঝাই একটি ট্রাক তাদের বহনকারী মোটরসাইলেটিকে চাপা দেয়। এতে মতিউর ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

ওসি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মতিউরের মরদেহ উদ্ধার করেছে। একইসঙ্গে ধান বোঝাই ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর ট্রাকের চালক হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

এদিকে ঘটনার পর সড়কে ব্যারিকেড দিয়ে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ করে রাখে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।