ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধান বোঝাই ট্রাক উল্টে বাইসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২২
ধান বোঝাই ট্রাক উল্টে বাইসাইকেল আরোহী নিহত

দিনাজপুর: দিনাজপুরে ধান বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে মেঘনাথ (২০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

 

মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় দিনাজপুর সদর উপজেলার দিনাজপুর- ঢাকা মহাসড়কের গোপালগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেঘনাথ দিনাজপুর সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের কর্নাই এলাকার বাংরু নাথের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। গুরুতর আহত ব্যক্তি হলেন একই এলাকার সুরেশের ছেলে মানিক (২৬)। তিনিও পেশায় রাজমিস্ত্রী।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ওই ট্রাকটি ১২০ বস্তা ধান নিয়ে দুইভাই অটো রাইস মিলে যাচ্ছিল। এসময় দুই সাইকেল আরোহী কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। পথে গোপালগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে ট্রাকটি উল্টে গেলে সাইকেল আরোহীরা বস্তার নিচে চাপা পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মেঘনাথকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছেন। ধান বোঝাই ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।