ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হেলাল, সা. সম্পাদক পাবেল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হেলাল, সা. সম্পাদক পাবেল 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল এবং সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে দ্বিবার্ষিক নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়।

এতে ক্লাবের ৭৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  

হেলাল দৈনিক নতুন চাঁদের সম্পাদক ও প্রকাশ এবং পাবেল বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের লক্ষ্মীপুর প্রতিনিধি।

নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস নয়ন (ইটিভি), যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন (ভোরের ডাক), কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দিন হাওলাদার (আজকের প্রত্যাশা), দপ্তর সম্পাদক সাকের মোহাম্মদ রাসেল (মাছরাঙা), প্রচার সম্পাদক নাজিম উদ্দিন রানা (আজকের বিজনেস বাংলাদেশ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু (বাংলাদেশের খবর), ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক নজরুল ইসলাম দিপু (লক্ষ্মীপুর আলো), কার্যনির্বাহী সদস্য রেজাউল করিম পারভেজ (ডেইলি সান) ও রবিউল ইসলাম খান (আজকালের খবর)।

নির্বাচন পরিচালনা করেন অ্যাডভোকেট শফিক আহম্মেদ, অ্যাডভোকেট মাহমুদুল হক সুজন ও অ্যাডভোকেট রিয়াজ হোসেন মাহমুদ।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।