ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাঁচবিবিতে ট্রাকচাপায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
পাঁচবিবিতে ট্রাকচাপায় নিহত ১

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রাকের চাপায় আব্দুল মোমিন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন জয়নুল (৪৫) নামে এক ইউপি সদস্য প্রার্থী।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার বাগজানা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দলু মোমিন উপজেলার রাম ভদ্রপুরের ত্রিপুরা গ্রামের ইউসুব আলীর ছেলে। আহত জয়নুল উপজেলার নন্দইল গ্রামের বাসিন্দা। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল মোমিন ও জয়নুল সকালে বাগজানা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশের মোটরসাইকেল গ্যারেজের সামনে দাঁড়িয়েছিলেন। এসময় হিলিগামী একটি খালি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে তারা গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আব্দুল মোমিন মারা যান।

পাঁচবিবি থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান
জানান, দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে তার আগেই চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।