ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে ট্রাকচাপায় যুবলীগ নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
শরীয়তপুরে ট্রাকচাপায় যুবলীগ নেতা নিহত

শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলার কাশিপুর কাশেমবাজার এলাকায় ট্রাকচাপায় শাখাওয়াত শিকদার (২৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন জামাল শিকদার (৩৫) নামে আরও একজন।

 

রোববার (৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে শরীয়তপুর-মাদারীপুর সড়কে একটি ট্রাক যাত্রীবাহী একটি ভ্যানকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।  

নিহত শাখাওয়াত শিকদার সদর উপজেলার উত্তর ভাষানচর গ্রামের আবদুল কুদ্দুস শিকদারের ছেলে। তিনি আংগারিয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের ক্রীড়া সম্পাদক এবং পেশায় নির্মাণ শ্রমিক। আহত জামাল শিকদার একই এলাকার আমজাদ শিকদারের ছেলে।  

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন ও স্থানীয়রা বাংলানিউজকে জানান, সকালে কাজে যাওয়ার উদ্দেশে জামালের ভ্যানে করে জেলা সদরের দিকে যাচ্ছিলেন নির্মাণ শ্রমিক শাখাওয়াত। পথে কাশেমবাজারের কাছে চট্টগ্রাম থেকে খুলনাগামী রড বোঝাই একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানটি ট্রাকের নিচে চলে যায় এবং ভ্যানচালক জামাল ও যাত্রী শাখাওয়াত গুরুতর আহত হন। স্থানীয়রা এ অবস্থায় তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক ভ্যানযাত্রী শাখাওয়াতকে মৃত ঘোষণা করেন। জামালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাকটি জব্দ ও ট্রাকচালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫, জানুয়ারি ০৩, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।