ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর জন্য ১ মিনিটের করতালি উপহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
প্রধানমন্ত্রীর জন্য ১ মিনিটের করতালি উপহার ১ মিনিটের করতালি উপহার। ছবি: বাংলানিউজ

মেহেরপুর: মুজিববর্ষে মেহেরপুর জেলাবাসীকে বিশ্ববিদ্যালয় উপহার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক মিনিটের করতালি উপহার পাঠালো ইয়ুথ এন্ডিং হাঙ্গারের ৩০০ তরুণ-তরুণীরা।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে তাদের বার্ষিক ইয়ুথ কনফারেন্স-২০২০ একসঙ্গে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে এ বিশেষ উপহার দেন।

‘করোনা মোকাবিলায় অবদান রাখবো বিশ্বে, সমৃদ্ধির বাংলাদেশ গড়ে পোঁছাবো শীর্ষে’ এ প্রতিপাদ্য নিয়ে গাংনীতে ইয়ুথ কনফারেন্স-২০২০ অনুষ্ঠিত।

ইয়ুথ এন্ডিং হাঙ্গারের গাংনী উপজেলা শাখার উদ্যোগে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

ইয়ুথ এন্ডিং হাঙ্গারের মেহেরপুর জেলা কমিটির সভাপতি পলাশ আহমেতের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযুদ্ধা ও শিক্ষাবিদ আবুল কাশেম, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের গাংনী শাখার সমন্বয়কারী হেলাল উদ্দিন।

বক্তব্য রাখেন ইয়ুথ এন্ডিং হাঙ্গারের যশোর অঞ্চলের সমন্বয়কারী রাকিবুল ইসলাম রকি, সাবেক কো-অর্ডিনেটর মাহফুজ রাব্বি অনিক, যশোর অঞ্চলের যুগ্ম কো-অর্ডিনেটর সুমাইয়া সুলতানা দিবা, ইউনিয়ন সমন্বয়কারী গোলাম আম্বিয়া, আজিবর রহমান, আসাদুজ্জামান, সাধন, কুমার।

সম্মেলন শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন, ইয়ুথ এন্ডিং হাঙ্গারের যুগ্ম কো-অর্ডিনেটর দিবা, সবুজ আলী, ইভা, তারিন, সাব্বির আহমেদ, অদিতি।

অনুষ্ঠানের শুরুতে মেহেরপুর জেলায় মুজিববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয় উপহার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দীর্ঘ ১ মিনিট করতালি উপহার দেওয়া হয়।  

এছাড়া করোনাকালীন সময়ে মোকাবিলায় সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায়, দি হাঙ্গার প্রজেক্টর গাংনী এরিয়ার ইউনিয়ন পর্যায়ে কর্মরত নয়জন ইউনিয়ন সমন্বয়কারীকে সম্মাননা স্বারক ক্রেষ্ট দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।