ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ঝুট গুদামে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
গাজীপুরে ঝুট গুদামে আগুন

গাজীপুর: গাজীপুর সি‌টি করপোরেশনের দেওয়া‌লিয়াবা‌ড়ি বেলতলা এলাকায় অ‌গ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নয়টি ঝুট গুদাম পুড়ে গেছে।

মঙ্গলবার (১৪ জানুয়া‌রি) ভোরে এ অ‌গ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  

গাজীপুর ফায়ার সা‌র্ভিসের উপ-সহকারী প‌রিচালক মো. মামুনুর র‌শিদ বাংলানিউজকে জানান, দেওয়া‌লিয়াবা‌ড়ি বেলতলা এলাকায় ‌টিনশেডের এক‌টি ঝুট গুদামে অ‌গ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে মুহূর্তের মধ্যে আগুন পাশের চান মিয়া, হুমায়ূন, মামুন, খোকা, আলাল ও সাইফুলের গুদামসহ আটটি গুদামে ছ‌ড়িয়ে পড়ে।  

খবর পেয়ে জয়দেবপুর, ডি‌বিএল ও কা‌লিয়া‌কৈর ফায়ার সা‌র্ভিসের পাঁচটি ইউ‌নিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়। আগুনে টিনশেড গুদাম ও ঝুট পু‌ড়ে গে‌ছে। ধারণা করা হ‌চ্ছে বি‌ড়ি-সিগা‌রে‌টের আগুন থেকে এ অ‌গ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে আগুনে ক্ষয়ক্ষ‌তির প‌রিমাণ জানা যায়‌নি বলেও জানান ফায়ার সা‌র্ভিসের উপ-সহকারী প‌রিচালক মামুনুর।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জানুয়া‌রি ১৪, ২০২০
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।