ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

খুলনা: খুলনার পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় আরিফা খাতুন (১৮) নামের এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন।

সোমবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে পাইকগাছার পৌরসভাস্থ সরল বাজারে দুর্ঘটনাটি ঘটে।

নিহত আরিফা পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের আব্দুল বরিকের মেয়ে ও খুলনা সরকারি মহিলা কলেজের অনার্স পড়ুয়া ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, কপিলমুনি থেকে যাত্রী নিয়ে পাইকগাছার দিকে একটি ইজিবাইক আসছিল। পথিমধ্যে সরল বাজার এলাকায় এক অন্ধ ব্যক্তি সামনে পড়লে দ্রুতগামী ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরই উল্টে পড়ে। পরে স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ বলেন, পাইকগাছা পৌরসভাস্থ সরল বাজারের হারুনের চায়ের দোকানের সামনে মেইন রোডে একটি ইজিবাইক নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যায়। এতে ইজিবাইকের যাত্রী আরিফা খাতুন মারাত্বক আহত হলে পথচারীরা আরিফাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
এমআরএম/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।