ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ২ হেরোইন ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
নারায়ণগঞ্জে ২ হেরোইন ব্যবসায়ীর কারাদণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে একটি আদালত মাদক মামলার রায়ে হেরোইন ব্যবসায়ী রোসনী ও শিল্পি নামে দুই নারীকে ৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাজা পাওয়া আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ জানান, ২০১০ সালের ২৭ জানুয়ারি দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা রোসনীর (৩৫) ঘরে অভিযান চালায়। এসময় রোসনী ও শিল্পিকে ৪০ পুড়িয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করে।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।