ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘিরে রাখা বাড়ি থেকে 'নব্য জেএমবি’ সদস্যর স্ত্রী আটক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
ঘিরে রাখা বাড়ি থেকে 'নব্য জেএমবি’ সদস্যর স্ত্রী আটক

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ার গকুল নগর এলাকায় জঙ্গি সন্দেহে ঘিরে রাখা একটি দুই তলা ভবন থেকে শাইলা শারমীন (২৫) নামে এক নারীকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। 

তিনি নব্য জেএমবির আইটি সদস্য তানভীরের স্ত্রী বলে জানা গেছে।

সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার এ তথ্য জানান।



এর আগে, বিকেল ৫টা থেকে গকুল নগর বাজারের পাশে প্রবাসী আক্তার হোসেনের বাড়িটি ঘিরে রাখা হয়।  

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার বাংলানিউজকে জানান, বগুড়া পুলিশের সহায়তায় আমাদের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা এই বাড়িটির সন্ধান পান যে এখানে নব্য  জেএমবির সদস্যরা তাদের কার্যক্রম চালাচ্ছে। পরে আজ বিকেল থেকে অভিযান চালিয়ে নব্য জেএমবির সদস্য তানভীরের স্ত্রী শাইলা শারমীনকে আটক করা হয়। সেই সঙ্গে বাসায় তল্লাশি করে আমরা কিছু পেট্রোল বোমা, সংক্রিয় কিছু সরঞ্জামাদি, খেলনা পিস্তলসহ দূর থেকে হামলা চালানোর মত সরঞ্জামাদি পেয়েছি।

আটক নারীতিনি আরও বলেন, দুই বছর ধরে দুই তলা এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। জানুয়ারির প্রথম দিকে তানভীর ও শাইলা দম্পতি এই বাড়িটি ভাড়া নেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনলজি (আই আই টি) বিভাগের শিক্ষার্থী তানভীর। তানভীর নব্য জেএমবির আইটি সদস্য। তাকে ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

** আশুলিয়ায় জঙ্গি সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে আটক ১
** আশুলিয়ায় একটি বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম ইউনিট 

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।