ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে পরিযায়ী পাখি অবমুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
কুড়িগ্রামে পরিযায়ী পাখি অবমুক্ত

কু‌ড়িগ্রাম: কু‌ড়িগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা চারটি পরিযায়ী পাখি অবমুক্ত করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা এ পরিযায়ী পাখি অবমুক্ত করেন।

এসময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই সরকার, প্রেসক্লা‌ব সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ উপ‌স্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা বলেন, জনসচেতনতা বাড়াতে খাঁচায় বন্দি পাখিদের মুক্ত আকাশে ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে পাখি শিকার বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ক‌রছে প্রশাসন। এরই অংশ হিসেবে রোববার (১২ জানুয়ারি) কুড়িগ্রামের যাত্রাপুর হাট এলাকায় সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রট নাজিম উদ্দিন এবং এসএম রাহাতুল ইসলাম রাহাতে নেতৃ‌ত্বে অভিযান চালানো হয়। অভিযানে রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে চারটি পরিযায়ী পাখিসহ আটক করা হয়।

সোমবার আটক রফিকুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান জিলুফা সুলতানা।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।