ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বনানীতে অফিসের জানালা দিয়ে লাফিয়ে পড়ে আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
বনানীতে অফিসের জানালা দিয়ে লাফিয়ে পড়ে আত্মহত্যা প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বনানীতে নিজ অফিসের ১১ তলার জানালা দিয়ে লাফিয়ে পড়ে হুমায়ুন কবির (৫২) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ আত্মহত্যার ঘটনার কথা জানায় পুলিশ।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বনানী এফআর টাওয়ারের বিপরীতে বিটিএ টাওয়ারে ১১ তলায় একটি ইন্সুরেন্স কোম্পানিতে কর্মরত ছিলেন হুমায়ূন।

অফিসে থাকা অবস্থায় হঠাৎ অফিসের জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়ে তিনি আত্মহত্যা করেন। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির আত্মহত্যার কারণ জানার চেষ্টার কথা বলেন ওসি নুরে আজম মিয়া।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
এজেডএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।