ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হতদরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে কাজ করছে পিকেএসএফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
হতদরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে কাজ করছে পিকেএসএফ

ঢাকা: দলিত, হরিজন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, বেদে সম্প্রদায়, চাশ্রমিক, ভিক্ষুক, গৃহকর্মী, হাওর ও উপকূলীয় অঞ্চলের অতিদরিদ্রসহ ১৬ হতদরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে কাজ করছেন বলে জানিয়েছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ।

তিনি বলেছেন, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিছিয়ে পড়া, পিছিয়ে থাকা, পিছিয়ে রাখা এ তিন শ্রেণির মানুষদের নিয়ে কাজ করছে। ১৬ হতদরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ঋণ সহায়তা দিচ্ছে পিকেএসএফ।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘সম-নাগরিকত্ব শীর্ষক গোলটেবিল বৈঠক’কে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পিকেএসএফ চেয়ারম্যান বলেন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা থেকে বেরিয়ে এসেছে। বর্তমানে এ সংস্থা উপযুক্ত ঋণ কার্যক্রম পরিচালনা করছে। যে কেউ তার প্রয়োজন মতো ঋণ নিতে পারছে। দলিত, হরিজন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, বেদে সম্প্রদায়, চাশ্রমিক, ভিক্ষুক, গৃহকর্মী, হাওর ও উপকূলীয় অঞ্চলের অতিদরিদ্রসহ ১৬ হতদরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ঋণ সহায়তা দিচ্ছে পিকেএসএফ।

বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয়কারী সংগঠন (এডাব) আয়োজিত গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারপারসন জয়ন্ত অধিকারী। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, শিক্ষাবিদ শ্যামলী নাসরিন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
পিএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।