ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ট্রেনের ছাদ থেকে ছিটকে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
নারায়ণগঞ্জে ট্রেনের ছাদ থেকে ছিটকে যুবকের মৃত্যু ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের কেন্দ্রীয় রেলস্টেশন থেকে ছেড়ে আসা ঢাকামুখী ট্রেনের ছাদ থেকে পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরের উকিলপাড়ায় এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ট্রেনের ছাদে কয়েকজন যুবক বসে যাচ্ছিল এর মধ্যে উকিলপাড়া পার হবার সময় ট্রেনের ছাদ থেকে এক যুবক ছিটকে পড়ে।

সেখানে তার মৃত্যু হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় টার্মিনালের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, ট্রেন থেকে পড়ে একজন মারা গেছে বলে খবর পেয়ে জিআরপি পুলিশকে জানানো হয়েছে। তারা গিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করবে।  

বাংলাদেশ সময়: ০০৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।