ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পরিচয় মিলেছে মঠবাড়িয়ায় উদ্ধার হওয়া মরদেহের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
পরিচয় মিলেছে মঠবাড়িয়ায় উদ্ধার হওয়া মরদেহের

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ার ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া বৃদ্ধের মরদেহের পরিচয় মিলেছে। তার নাম গফফার সরদার (৬৫)। তিনি উপজেলার আন্ধারমানিক গ্রামের বাসিন্দা।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে মরদেহটি গফফারের বলে শনাক্ত করেন তার স্বজনরা।

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কে দক্ষিণ মিঠাখালী বালুর মাঠের পাশ্ববর্তী ধানক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ছিলেন গফফার সরদার। তিনি গত প্রায় এক মাস আগে বাড়ি থেকে বেড়িয়ে মঠবাড়িয়া বাজারে আসার পর নিঁখোজ হন। পরে তার স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করাসহ মাইকিংও করেন। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার বিকেলে স্থানীয়দের দেওয়া খবর পেয়ে উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের ধানক্ষেতে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। রোববার দুপুরে মরদেহের ময়নাতদন্ত শেষে থানা আনা হয়। খবর পেয়ে বিকেলে থানায় এসে মরদেহটি গফফারের বলে শনাক্ত করেন তার স্বজনরা।  

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বাংলানিউজকে বলেন, অজ্ঞাত ওই বৃদ্ধের মরদেহের পরিচয় মিলেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।