ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রামুতে শীতার্ত মানুষের পাশে প্রজন্ম’ ৯৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
রামুতে শীতার্ত মানুষের পাশে প্রজন্ম’ ৯৫ শীতবস্ত্র বিতরণ

কক্সবাজার: কক্সবাজারের রামুর বিভিন্ন স্থানে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে রামুর প্রতিনিধিত্বশীল সংগঠন প্রজন্ম’৯৫। 

শুক্র ও শনিবার উপজেলার প্রায় দশটি স্থানে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করে সংগঠনটি। শনিবার (১১ জানুয়ারি) বিকেলে স্থানীয় হকারদের কম্বল বিতরণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের শেষ হয়।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিল গ্রামে শীতার্ত দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দিয়ে দুই দিনব্যাপী শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন  সংগঠনের সদস্য ও রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ ও প্রাবন্ধিক এম সুলতান আহম্মদ মনিরী।  

এরপর পর্যায়ক্রমে কাউয়ারখোপ বাজার, জোয়ারিয়ানালা মাদ্রাসা গেইট, জাদী পাড়া, ফতেখাঁরকুলের ভূতপাড়া,সাতঘরিয়াপাড়া, শ্রীকুল, সিপাহীর পাড়াসহ বিভিন্ন স্থানে দুস্থ শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।  

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল আমিন মোরশেদ, সুনীল বড়ুয়া,বস বজলুচ সাত্তার,আপন বড়ুয়া,সাকিল উদ্দিন,আমজাদ অালী খাঁন,সিরাজুল হক,সরওয়ার আলম খাঁন, ডা. শফিকুল ইসলাম, মো. নজিবুল আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এসআইএস

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।