ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীরদের (বিএসএফ) গুলিতে সাবুল ইসলাম (৪৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। নিহত সাবুল বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের তারাঞ্জুবাড়ি গ্রামের তমিজ উদ্দীনের ছেলে।

 

বিজিবি জানায়, শনিবার ভোর রাতে সাবুল ইসলামসহ কয়েকজন পাড়িয়া সীমান্তের ৩৮৭-নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে। এই সময় বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে সবাই পালিয়ে গেলেও সাবুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন পাড়িয়া সীমান্তের বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলতাফ। তিনি বলেন, স্থানীয়রা কাঁটাতারের পাশে মরদেহ দেখতে পেয়ে বিজিবিকে জানায়। বিজিবি দুপুরে বিবিএসএফকে চিঠি দিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে।

পাড়িয়া বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলতাফ জানান, ভারতের পুলিশের কাছে নিহত যুবকের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। সন্ধ্যায় নিহতের মরদেহ দেশে ফেরত দেওয়ার কথা জানিয়েছে বিএসএফ।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।