ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শাহরিয়ার আলমের দিল্লি সফর বাতিল, মন্ত্রণালয়ের ব্যাখ্যা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
শাহরিয়ার আলমের দিল্লি সফর বাতিল, মন্ত্রণালয়ের ব্যাখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ফাইল ফটো

ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দিল্লি সফর নিয়ে বেশ কিছু গণমাধ্যম বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (১১ জানুয়ারি) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, দিল্লিতে রাইসিনা সংলাপে অংশ নিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আমন্ত্রণ পেয়েছিলেন। তবে একই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সফর থাকার কারণে তিনি সেটাতে অংশ নিতে পারেননি।

সংলাপের আয়োজনকারী সংস্থা অবজারভার রিসার্চ ফাউন্ডেশকে (ওআরএফ) ইতোমধ্যে এ বিষয়ে তিনি জানিয়েও দিয়েছেন। এছাড়া দিল্লি সফরে কোনো দ্বিপক্ষীয় বিষয়ও তার শিডিউলে ছিল না। শাহরিয়ার আলমের দিল্লি সফর বাতিলে অন্য কোনো বিষয়ে সম্পৃক্ততা নেই।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
টিআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।