ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সতিনের সঙ্গে ঝগড়া, ২ সন্তানকে কোপালো মা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
সতিনের সঙ্গে ঝগড়া, ২ সন্তানকে কোপালো মা! ছবি: প্রতীকী

কক্সবাজার: সতিনের সঙ্গে ঝগড়া জের ধরে নিজের দুই শিশু সন্তানকে  কুপিয়ে হত্যাচেষ্টা চালিয়েছেন দিলোয়ারা বেগম নামে এক পাষণ্ড নারী।

শনিবার (১১ জানুয়ারি) দুপুর দুইটার দিকে কক্সবাজারের পেকুয়া সদরের গোয়াখালী বটতলিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুই শিশু হলো-দেড় বছর বসয়সী আসিফা ও  আরিফা (৪)।

তারা স্থানীয় আরিফুল ইসলামের মেয়ে।

স্থানীয় প্রতিবেশীরা জানান, আরিফুল ইসলামের প্রশম স্ত্রী দিলোয়ারা বেগম। তাদের ঘরে জন্ম নেয় দুই প্রতিবন্ধী শিশু। এরই মাঝে দ্বিতীয় বিয়ে করে বসেন আরিফুল ইসলাম। বিয়ের পর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে চট্টগ্রাম থাকতেন আরিফ। ফলে প্রায় সময় মোবাইল ফোনে দুই স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা চলতো। সর্বশেষ শনিবার দুপুরেও তারা দু’জনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার পরে ক্ষুব্ধ হয়ে দিলোয়ারা তার দেড় ও চার বছরের দু’শিশুকে দা দিয়ে কোপায়। পরে স্থানীয় প্রতিবেশীরা শিশু দু’টিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এবং সেই পাষণ্ড নারী দিলোয়ারাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।

পেকুয়া সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মুজিবুর রহমান বলেন, ঘটনাটি শুনে অবাক হয়েছি। আরিফার গলা, কব্জিসহ চারটি আর আসিফার গলা, হাতে চারটি কোপ রয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে রেফার করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম বাংলানিউজকে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। সেই পাষণ্ড দিলোয়ারা বেগমকে আটক করা হয়েছে।

ওসি আরও বলেন, কী কারণে এ ধরনের ঘটনা ঘটেছে বিষয়টি এখনো স্পষ্ট নয়। সেই রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।