ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রতিবন্ধী ব্যক্তিদের ‘চাকরি মেলা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
প্রতিবন্ধী ব্যক্তিদের ‘চাকরি মেলা’

ঢাকা: বিভিন্ন সেক্টরে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ তুলে ধরে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজন করা হয়েছে বিশেষ ‘চাকুরী মেলা- ২০২০’। এখান থেকে সহজেই প্রতিবন্ধী ব্যক্তিরা নিজেদের  যোগ্যতা অনুযায়ী চাকরি খুঁজে নিতে পারবেন, ধারণা নিতে পারবেন চাকুরির বাজার সম্পর্কে।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে আগারগাঁও শেরে বাংলা নগরে এনজিও বিষয়ক ব্যুরো কার্যালয়ে এ মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক।

উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, সমাজের মূল স্রোতে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে আসতে সরকার কাজ করছে।

চাকরি পাওয়ার জন্য তাদের তথ্য ও প্রযুক্তি প্রশিক্ষণ (আইসিটি) দেওয়া হবে। এছাড়া তাদের জন্য আধুনিক ‘জব পোর্টাল’ তৈরি করা হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরি দিতে এগিয়ে আসার জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান জুনাইদ আহমদ পলক।

মেলায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (BACCO), বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিস (এফবিসিসিআই), সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন ‍অব বাংলাদেশসহ (CCOAB) আইসিটি শিল্পের কিছু চাকরিদাতা প্রতিষ্ঠান এবং বিভিন্ন এনজিওসহ মোট ৩৭টি নিয়োগকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এছাড়া একটি স্টলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উদ্ভাবিত সফটওয়্যার ও হার্ডওয়্যার টুলস প্রদর্শন করা হয়।  

সকাল ৮টায় চাকরিপ্রার্থী প্রতিবন্ধী ব্যক্তিদের রেজিস্ট্রেশনের মাধ্যমে মেলার কার্যক্রম শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত এ মেলা চলবে।

জুনাইদ আহমদ পলক ছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কেএম আব্দুস সালাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব।

বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়। একটু প্রশিক্ষণ আর সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ পেলে তারাও সমাজ ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এমইউএম/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।