ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান খাদে পড়ে চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান খাদে পড়ে চালক নিহত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান খাদে পড়ে চালক মো. মামুন (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই সহযোগী। 

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার যাদৈয়া মাইলের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মামুন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের তিতাহাজরা গ্রামের নুর নবীর ছেলে।

আহতরা হলেন- নিহত মামুনের ভাই মো. নিজাম ও একই এলাকার মো. রিয়াজ।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে রড ও সিমেন্ট বোঝাই একটি পিকআপ ভ্যান নোয়াখালীর বাংলাবাজার থেকে লক্ষ্মীপুর যাচ্ছিল। পথে যাদৈয়া মাইলের মাথা এলাকায় পৌঁছলে অন্য একটি পিকআপ ভ্যান ওভারটেক করতে গিয়ে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রড-সিমেন্ট বোঝাই পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই চালক মামুনের মৃত্যু হয়। আহত হন তার দুই সহযোগী।  

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কমকর্তা মো. মফিজুর রহমান বলেন, আহত দু’জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এসআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।