ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লঞ্চ-ফেরিঘাট নিয়ে বিরোধ মেটাতে আন্তঃমন্ত্রণালয় সভা শিগগিরই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
লঞ্চ-ফেরিঘাট নিয়ে বিরোধ মেটাতে আন্তঃমন্ত্রণালয় সভা শিগগিরই ফেরি-লঞ্চঘাট নিয়ে বিরোধ নিষ্পত্তি বিষয়ে বৈঠক। ছবি: বাংলানিউজ

ঢাকা: দেশের বিভিন্ন স্থানে ২৪টি ফেরিঘাট ও লঞ্চঘাট পরিচালনায় বিরোধ নিয়ে শিগগিরই আন্তঃমন্ত্রণালয় সভা করে সমাধান করা হবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং স্থানীয় সরকার বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফেরি ও লঞ্চঘাট বা পয়েন্ট নিয়ে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

সভায় জানানো হয়, বিআইডব্লিউটিএ এবং স্থানীয় সরকার বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেশের বিভিন্ন স্থানে ২৪টি ফেরি, লঞ্চ, খেয়া ও গুদারাঘাট/পয়েন্ট পরিচালনা নিয়ে বিরোধ রয়েছে।

রেভিনিউ শেয়ারিং ও সমন্বয়ের মাধ্যমে সৃষ্ট সমস্যার সমাধান সম্ভব। এই লক্ষ্যে শিগগিরই আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মানুষের সেবার জন্য সরকার এবং সরকারি প্রতিষ্ঠান ও সংস্থাগুলো কাজ করে। সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরোধের কারণে মানুষের যেন ভোগান্তি না হয়, সেটি লক্ষ্য রেখে কাজ করতে হবে। সমস্যা সমাধানে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। বাস্তবতার নিরিখে সবার সহযোগিতার মাধ্যমে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি সম্ভব।

সভায় আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সোহরাব হোসেন, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এমআইএইচ/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।