ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশাশুনিতে দুই ক্লিনিক মালিকের কারাদণ্ড, একজনের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
আশাশুনিতে দুই ক্লিনিক মালিকের কারাদণ্ড, একজনের জরিমানা

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় দুই ক্লিনিক মালিককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও এক অপর একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ জানুয়ারি) জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তারের ভ্রাম্যমাণ আদালত এ জেল-জরিমানা করেন।

শাম্মী আক্তার জানান, সন্ধ্যায় আশাশুনি উপজেলায় তিনটি ক্লিনিকে অভিযান চালানো হয়।

এসময় ক্লিনিকের লাইসেন্স ও প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক-নার্স না থাকায় উপজেলার কুল্যার মোড়ের মা সার্জিক্যাল ক্লিনিকের মালিক তরুণ কুমার মণ্ডল ও সোনার বাংলা ক্লিনিকের মালিক মো. রেজাউল্লাহকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অপরদিকে বুধহাটা বাজারের জনসেবা ক্লিনিকে প্যাথলজিস্ট, আল্ট্রাসনোগ্রাফি চিকিৎসক, ক্লিনিকের লাইসেন্স না থাকায় এবং ক্লিনিকের পরিচালক পলাতক থাকায় প্যাথলজি রুম, আল্ট্রাসনোগ্রাফি রুম ও অপারেশন থিয়েটার রুম সিলগালা করা হয়। একইসঙ্গে অভিজ্ঞতা ছাড়া প্যাথলজিস্টের দায়িত্ব পালন করায় নাসির উদ্দীনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে মেডিক্যাল অফিসার ডা. সাইফুল্লাহ আল কাফি ও পেশকার প্রণব কুমার সরকার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।