ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় র‌্যাবের হাতে আটক ২ মাদককারবারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
বগুড়ায় র‌্যাবের হাতে আটক ২ মাদককারবারি

বগুড়া: বগুড়ায় অভিযান চালিয়ে দুই কেজি গাজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলাবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় র‌্যাব-১২’র বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১২ ক্যাম্পের একটি অভিযানিক দল সোমবার (৬ জানুয়ারি) রাতে শিবগঞ্জ উপজেলার মোকামতলা জয়পুরহাট মোড় এলাকা অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা, একটি মোবাইল ও সিম এবং নগদ ৫৫০ টাকাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়।

আটক দুইজন হলেন- দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর এলাকার মৃত মকবুল শেখের ছেলে ডালিম শেখ (৩৪) ও রিপন খানের ছেলে বিপ্লব খান (৩২)।

র‌্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রওশন আলী (সহকারী পুলিশ সুপার) বাংলানিউজকে বলেন, আটক দুইজন মাদকবিক্রেতা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজা সরবরাহ করে আসছিল। তাদের দুইজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।