ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন হওয়ায় সৈয়দপুরে বিজয় মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন হওয়ায় সৈয়দপুরে বিজয় মিছিল

নীলফামারী: টিভিএস ফেডারেশন কাপে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন হওয়ায় বিজয় মিছিল বের করে বসুন্ধরা কিংস নীলফামারীর সৈয়দপুর উপজেলা শাখা। 

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় সৈয়দপুর প্লাজা চত্বর থেকে বাদ্য যন্ত্রসহ একটি বিজয় মিছিল বের করা হয়। এতে বসুন্ধরা কিংস উপজেলা শাখার নেতৃবৃন্দ ও বসুন্ধরা কিংস সমর্থকরা অংশ নেন।

বিজয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
 
বিজয় মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বসুন্ধরা কিংস সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোমিনুর রহমান (নয়ন), সদস্য জুয়েল রেজা, লিপ্টন, রুপা, শফিকুল ইসলাম বাবু, মুহিত চৌধুরী, রাকিব হাসান, আবু সাঈদ, জাবেদ খান রুবেল, মানিক, সোহেল, রফিকুল, জামাল, লিটন, আব্দুল্লাহ, রমজানসহ আরও অনেকে।
 
উল্লেখ্য, গত রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নতুন মৌসুমের প্রথম টুর্নামেন্টের ফাইনালে চমক দেখানো রহমতগঞ্জকে ১-২ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।