ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ডিসি-ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা হলেন ১৮ কর্মী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
ডিসি-ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা হলেন ১৮ কর্মী

ঢাকা: মাঠ প্রশাসনের জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে কর্মরত ১৮ জন কর্মচারীকে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (৬ জানুয়ারি) এ পদোন্নতি দিয়ে আদেশ জারি করেছে। তারা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অফিস সুপারিনটেনডেন্ট, সিএ (কনফিডেন্সিয়াল অ্যাসিস্টেন্ট) কাম-উচ্চমান সহকারী, উচ্চমান সহকারী ও সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


 
তারা যে জেলায় ছিলেন পদোন্নতির পর ওই জেলার জেলা প্রশাসক ও জেলার মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পদায়ন করা হয়েছে।
 
প্রশাসনিক কর্মকর্তার পদের স্কেল ১২ হাজার ৫০০ টাকা থেকে শুরু হয়ে ৩০ হাজার ২৩০ পর্যন্ত।
 
পদোন্নতিপ্রাপ্তদের তালিকা জনপ্রশাসনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এমআইএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।