ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কোটালীপাড়ায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
কোটালীপাড়ায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ কম্বল বিতরণ। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মুজিব বর্ষ উপলক্ষে ‘জ্ঞানের আলো পাঠাগার’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শীতার্তদের মধ্যে ৩ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। 

সোমবার (৬ জানুয়ারি) সকালে কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামে অবস্থিত সংগঠন চত্বরে এসব কম্বল বিতরণ করা হয়।  

কোটালীপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মধ্যে এসব কম্বল বিতরণ করেন।

 

এ সময় উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচী, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নারায়ণ চন্দ্র দাম, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলু প্রমুখ উপস্থিত ছিলেন।  

জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মণ্ডল বলেন, শীতার্তদের মধ্যে কম্বল বিতরণের জন্য সহযোগিতা চেয়ে আমরা ফেসবুকে পোস্ট দেই। এই পোস্ট দেখে কিছু মহান ব্যক্তি আমাদের টাকা দিয়ে সহযোগিতা করেন। আমরা সেই টাকা দিয়ে সাড়ে ৩শ’ কম্বল কিনে বিতরণ করি।  

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।