ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসন: আলোচনার জন্য কম্বোডিয়ায় প্রতিনিধিদল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
রোহিঙ্গা প্রত্যাবাসন: আলোচনার জন্য কম্বোডিয়ায় প্রতিনিধিদল বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা। ফাইল ছবি

ঢাকা: রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনার জন্য আসিয়ানভুক্ত দেশ কম্বোডিয়ায় গেছেন একাদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিনিধি দল। তিনদিনের সফর শেষে আগামী ৮ জানুয়ারি প্রতিনিধিদলটির দেশে ফেরার কথা রয়েছে।

রোববার (৫ জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংসদীয় প্রতিনিধিদলটি রোববার ঢাকা ত্যাগ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন সংসদ সদস্য (এমপি) নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, মো. আব্দুল মজিদ খান, নাহিম রাজ্জাক, নিজাম উদ্দিন জলিল (জন) এবং সভাপতির একান্ত সচিব ড. মো. ওহিদুজ্জামান।

এর আগে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবসন নিয়ে জনমত গড়ে তোলার জন্য কমিটির সদস্যদের বিভিন্ন দেশ সফর আয়োজনের জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এসকে/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।