ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় ইয়াবাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
হাতিয়ায় ইয়াবাসহ আটক ১

নোয়াখালী: নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নের খাসের হাট এলাকার চরকৈলাশ গ্রাম থেকে ১৬১ পিস ইয়াবাসহ সাইফুল (৩২) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে তাকে আটক করা হয়। সাইফুল ওই গ্রামের বাসিন্দা।

 

হাতিয়া কোস্টগার্ড সেটশন কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ওই গ্রামে অভিযান চালিয়ে মাদকবিক্রেতা সাইফুলকে তার নিজ বাড়ি থেকে ১৬১ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোস্টগার্ড বাদী হয়ে হাতিয়া থানায় মামলা দায়ের করেছে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।