ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী আশরাফুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী আশরাফুল

ঢাকা: গণপূর্ত অধিদফতরের নতুন প্রধান প্রকৌশলী নিয়োগ পেয়েছেন রংপুর গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম।

আশরাফুল আলমকে চলতি দায়িত্বে এই নিয়োগ দিয়ে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব চালিয়ে আসা মো. সাহাদাত হোসেন (৩১ ডিসেম্বর) অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তর বাংলাদেশে নির্মাণ অঙ্গনের পথিকৃত। গণপূর্ত অধিদপ্তর দেশের অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় মান নির্ধারণ করে আসছে। এছাড়া অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর প্রকল্প বাস্তবায়নেও এর ভূমিকা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।