ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

থানায় ঢুকে পুলিশকে গুলি করার অভিযোগে আটক জাপা নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
থানায় ঢুকে পুলিশকে গুলি করার অভিযোগে আটক জাপা নেতা আল জয়নাল। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বহুল আলোচিত ও বিতর্কিত জাতীয় পার্টির নেতা আল জয়নালের বিরুদ্ধে সদর মডেল থানার একজন সহকারি উপ পরিদর্শককে (এএসআই) গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জয়নালকে থানায় আটক করা হয়েছে।

সোমবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় সদর মডেল থানায় এই ঘটনা ঘটে। এর আগেও বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডে পৃষ্ঠপোষক হিসেবে জয়নালের বিরুদ্ধে মামলা রয়েছে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, সোমবার রাতে আল জয়নাল সদর থানায় এসে ডিউটি অফিসার এএসআই আনোয়ারকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়েন। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। প্রাথমিকভাবে নিশ্চিত যে থানার ডিউটি অফিসারকে হত্যা করতেই এ কাজটি করেছেন জয়নাল।  

আল জয়নাল জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। সে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।