ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সলঙ্গায় পিকআপভ্যান খাদে পড়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
সলঙ্গায় পিকআপভ্যান খাদে পড়ে নিহত ১ পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মোখলেছুর রহমান (৩৬) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের নিউ জনতা হাইওয়ে হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। মোখলেছুর বগুড়ার শেরপুর উপজেলার বামুনিয়া গ্রামের আহম্মেদ আলী বুলুর ছেলে।

 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, পিকআপভ্যানটি হাটিকুমরুল গোলচত্বর থেকে চান্দাইকোনা যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে পিকআপচালক মোখলেছুর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটিকুমরুল গোলচত্বরের একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।