ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রমনা থানায় নতুন ওসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
রমনা থানায় নতুন ওসি

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হয়েছেন জানে আলম মুনশী। তিনি এর আগে কোতয়ালী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (২৪ ডিসেম্বর) ডিএমপি সদর দফতরের এক অফিস আদেশে নতুন এই ওসিকে দায়িত্ব দেওয়া হয়।

একই আদেশে কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মওদুল হাওলাদারকে একই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও গোয়েন্দা উত্তর বিভাগের পুলিশ পরিদর্শক মো. নিরু মিয়াকে কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।

 

এছাড়া অপর এক আদেশে রমনা মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলামকে ডিএমপি সদর দফতরের অপারেশন বিভাগে পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।  

এর আগে মির্জা আব্বাসের প্রচারণায় হামলার ঘটনায় গত ১৯ ডিসেম্বর রমনার ওসি কাজী মাইনুল ইসলামকে প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তা পদায়নের জন্য পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)।  

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।