ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পানছড়িতে ইউপিডিএফ-জেএসএসের গুলিবিনিময়, নিহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
পানছড়িতে ইউপিডিএফ-জেএসএসের গুলিবিনিময়, নিহত ২ পানছড়ি

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত গ্রুপ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নেতাকর্মীদের মধ্যে গুলিবিনিময়ে দুইজন নিহত হয়েছেন। তবে এখনও নিহতদের পরিচয় জানা যায়নি।
 

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পানছড়ির পুজগাং এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।  

জানা গেছে, সকাল থেকে দু’টি পক্ষের মধ্যে থেমে থেমে গুলি বিনিময় হয়ে আসছিল।

রোববার (২৩ ডিসেম্বর) রাতে ইউপিডিএফ ও জেএসএসের নেতাকর্মীরা একে অপরের বাড়িতে হামলা চালায়।
 
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম বলেন, পানছড়িতে ইউপিডিএফ প্রসীত গ্রুপ ও জেএসএসের নেতাকর্মীদের মধ্যে গুলিবিনিময়ে দুইজন নিহতের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলের দিকে যাচ্ছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি।
 
বাংলদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।