ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

লালবাগে হেলে পড়েছে পাঁচতলা ভবন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
লালবাগে হেলে পড়েছে পাঁচতলা ভবন

ঢাকা: রাজধানীর লালবাগ কেল্লার মোড় এলাকায় একটি পাঁচতলা ভবনে হেলে পড়েছে।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তর ডিউটি অফিসার ফরহাদুজ্জামান জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সদস্যরা ঘটনাস্থলে ছুটে গেছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে দীর্ঘক্ষণ অবস্থানের পর ভবন হেলে পড়ার তেমন কিছু দেখতে পাননি ফায়ার সার্ভিসের সদস্যরা। ভবনের কোনো সমস্যা হলে রাজউক বিষয়টি দেখবে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।