ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: দাভোসে শুরু হওয়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৮তম বার্ষিক সভায় অংশ নিতে রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

সভায় বিশ্বের স্বনামধন্য ব্যবসায়ীদের পাশাপাশি অংশ নেবেন অর্ধশতের মতো সরকার ও রাষ্ট্রপ্রধান।

২০১৭ সালে ৪৭তম ফোরামে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তাকে এবারও আমন্ত্রণ জানানো হয়েছিলো।  

সুইজারল্যান্ডের পূর্ব আল্পস অঞ্চলের রিসোর্ট শহর দাভোসের কংগ্রেস সেন্টারে ২৩ জানুয়ারি থেকে চারদিনের এ বার্ষিক সভা শুরু হচ্ছে।

সরকার ও রাষ্ট্রপ্রধান, বিশ্বের শীর্ষ ধনকুবের ও অর্থনীতিবিদরা এ সভায় গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবেন। বিশ্বের ৪৫টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ ডব্লিউটিও, ইউনেস্কো, ইউএনডিপি, আঙ্কটাড, বিশ্বব্যাংক, আইএমএফ এবং এডিবিসহ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন প্রধান ও ৭০টি দেশের সরকারের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিচ্ছেন।

এছাড়া জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতিয়েরেসও অংশ নিচ্ছেন সম্মেলনে।
সম্মেলনটি তিন হাজার শীর্ষ ব্যবসায়ী, আর্ন্তজাতিক রাজনৈতিক নেতা, শীর্ষ পণ্ডিত, সাংবাদিকদের এক প্লাটফর্মে মিলিত হওয়ার সুযোগ করে করে দেয়।
 
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
কেজেড/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।