ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

ফেনী আইনজীবী সমিতিতে ৮ পদে বিএনপি, ৭ পদে আ’লীগ জয়ী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
ফেনী আইনজীবী সমিতিতে ৮ পদে বিএনপি, ৭ পদে আ’লীগ জয়ী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭ পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল এবং সহ সভাপতিসহ ৮ পদে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্রার্থীরা জয়ী হয়েছেন।

শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতি ভবনে ২৪৩ ভোটারের মধ্যে ২৩৫ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। দিনগত রাতে ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের জেলা আওয়ামী লীগের সহ সভাপতি পিপি হাফেজ আহম্মদ ১১৭ ভোট ও সাধারণ সম্পাদক পদে মো. শামছুল হুদা ১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

প্রতিদ্বন্দ্বী সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের সভাপতি পদে মো. আবুল বশর চৌধুরী ১১০ ও সাধারণ সম্পাদক পদে মো. শহীদুল ইসলাম ৯৮ ভোট পেয়েছেন।

সহ সভাপতি পদের দু’টির একটিতে সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের মোহাম্মদ ইসহাক ১১৫ ও অপরটিতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের হৃষিকেশ মজুমদার ১০২ ভোট পেয়েছেন।

প্রতিদ্বন্দ্বী সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের আ ফ ম আহসান উল্যাহ ৯৯ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের নুরুল ইসলাম (২) ৯৮ ভোট পেয়েছেন।

যুগ্ম সম্পাদক পদে সমমনা আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ বেলায়েত হোসেন ১২৫ ভোট, প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মোহাম্মদ হানিফ মজুমদার ৯৬ ভোট, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের শরফুদ্দিন আহাম্মদ ডালিম ১১৮ ভোট, প্রতিদ্বন্দ্বী সমমনা আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ মুজিবুর রহমান ১০৭ ভোট, অডিটর পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মো. ওমর ফারুক ভূঁইয়া শিপলু ১২৬ ভোট, প্রতিদ্বন্দ্বী সমমনা আইনজীবী ঐক্য পরিষদের এমদাদ হোসাইন ১০৪ ভোট, অর্থ সম্পাদক পদে সমমনা আইনজীবী ঐক্য পরিষদের কামরুজ্জামান ১২৫ ভোট, প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আবদুল ওহাব দুলাল ১০৩ ভোট, লাইব্রেরি সম্পাদক পদে সমমনা আইনজীবী ঐক্য পরিষদের নুরুল আনোয়ার ভূঞা ১২২ ভোট, প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পিয়াস মজুমদার ১০৩ ভোট পেয়েছেন।

এছাড়া ৬টি সদস্য পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের সাইফুদ্দীন শাহীন ১২৯ ভোট, সমমনা আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলের বোরহান উদ্দিন চৌধুরী ১২২ ভোট, কাজী মোহাম্মদ শাহজালাল ১২০ ভোট, রেজাউল করিম তুহিন ১১৬ ভোট, ফারহান নুর ফাহিম ১১৬ ভোট, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের বাদল চন্দ্র দেবনাথ ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে প্রতিদ্বন্দ্বী সমমনা আইনজীবী ঐক্য পরিষদের মো. নুরুল আলম ১১১ ভোট, মিজানুর রহমান ফিরোজ ১১৩ ভোট, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের মাসুদুর রহমান ১১৩, মো. আরশাদ আলী ভূঞা ১০৪ ভোট, শিপন কুমার বিশ্বাস ৭৭ ও মো. আমির হোসেন সুমন ৮০ ভোট পেয়েছেন।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন সমিতির সভাপতি ফরিদ আহম্মদ হাজারী ও সাধারণ সম্পাদক ফয়েজুল হক মিলকী।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।