ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে 'বন্দুকযুদ্ধে' সন্ত্রাসী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
যশোরে 'বন্দুকযুদ্ধে' সন্ত্রাসী নিহত

যশোর: যশোর সদর উপজেলার রঘুরামপুরে দু’দল সন্ত্রাসীদের 'বন্দুকযুদ্ধে' অজ্ঞাতপরিচয় (৩৮) এক সন্ত্রাসী নিহত হয়েছেন।

রোববার (২১ জানুয়ারি) ভোরে যশোর-ছুটিপুর সড়কের আরবপুর ইউনিয়নের রঘুরামপুরে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, দু'দল সন্ত্রাসীর 'বন্দুকযুদ্ধে'র খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

পরে পুলিশ এক সন্ত্রাসীর মরদেহ ও একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, চারটি গুলির খোসা, চারটি দেশীয় ধারালো দা ও সাত জোড়া স্যান্ডেল উদ্ধার করে।

এর আগে, শনিবার (২০ জানুয়ারি) যশোর সদর উপজেলার নোঙরপুর এবং ঝিকরগাছায় পৃথক 'বন্দুকযুদ্ধে' অজ্ঞাতপরিচয় চারজন নিহত হয়।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮/আপডেট: ০৯৪০
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।