ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ২৩ বোতল ফেনসিডিলসহ আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
রাজধানীতে ২৩ বোতল ফেনসিডিলসহ আটক ২

ঢাকা: রাজধানীতে ২৩ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা।

শনিবার (জানুয়ারি ২০) রাত আটটার দিকে বিএসএমএমইউ’র এ ব্লক থেকে তাদের আটক করা হয়।

বিএসএমএমইউ'র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন বাংলানিউজকে জানান, বিএসএমএমইউ'র এ ব্লকে বটগাছের নিচে দাঁড়িয়ে থাকায় সন্দেহ হলে তাদের তল্লাশি চালায় নিরাপত্তা কর্মীরা।

এসময় তাদের কাছে থেকে ২৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটকদের নামপরিচয় জানা যায়নি।  

এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান  আবদুল্লাহ আল হারুন।

বাংলাদেশ সময় ২১৫০ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
এজেডএস/এমএসএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।