ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জ কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
হবিগঞ্জ কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা কারাগারে সামছুল আলম (৪৬) নামে হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় কারা কর্তৃপক্ষ হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। সামছুল আলম বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের জালাল উদ্দিন ওরফে জালু মিয়ার ছেলে।

হবিগঞ্জ কারাগারের জেলার শওকত হোসেন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় সামছুল আলম হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সামছুল একই গ্রামের আব্দুল মুমিন হত্যা মামলায় কারাগারে ছিলেন বলে তিনি জানান।

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. ত্রিলোক চাকমা বাংলানিউজকে জানান, সামছুলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।