ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় ভটভটি উল্টে চালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
পুঠিয়ায় ভটভটি উল্টে চালক নিহত

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার পোল্লাপুকুর এলাকায় ভটভটি (থ্রি-হুইলার) উল্টে চালক মাসুদ রানা (৪০) নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহত মাসুদ রানা জেলার বাঘা উপজেলার কেশবপুর গ্রামের শাহজাহান সরকারের ছেলে।  

রাজশাহীর পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, মহাসড়ক দিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটিটি পাশের খাদে উল্টে পড়ে যায়। এ সময় ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান চালক মাসুদ।  

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে বিকেলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
এসএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।