ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

করিমগঞ্জে ২ সড়কের নির্মাণ কাজ উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
করিমগঞ্জে ২ সড়কের নির্মাণ কাজ উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় দু’টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু সড়ক দু’টির নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

উপজেলার খুদিরজঙ্গল থেকে দেওয়ানগঞ্জ বাজার এবং কিরাটন সমিতির বাজার থেকে গাবতলী পর্যন্ত তিন দশমিক ২০ কিলোমিটার সড়কের নির্মাণে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে এলজিইডি বাস্তবায়ন করছে।

এ উপলক্ষে উপজেলার জঙ্গলবাড়ি ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সভাপতি এ বি এম সিরাজুল ইসলাম।

সমাবেশে বক্তব্য রাখেন- করিমগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মুক্তার হোসেন, অ্যাডভোকেট তারেক উদ্দিন আহমেদ আবাদ, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন দিদার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা, করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান, জাতীয় পার্টি করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, কাদিরজঙ্গল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুর রহমান, দেহুন্দা ইউপির চেয়ারম্যান মো. কামরুজ্জামান সঞ্জু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।