ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

ইজতেমার দ্বিতীয় ধাপেও পর্যাপ্ত নিরাপত্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
ইজতেমার দ্বিতীয় ধাপেও পর্যাপ্ত নিরাপত্তা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, তাই প্রথম ধাপের ন্যায় দ্বিতীয় ধাপেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ব ইজতেমায় জুমার নামাজ আদায় শেষে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের নিজামুদ্দিন মারকাজে এদের অনুসারীদের মধ্যে দ্বিমত সৃষ্টি হয়েছে।

তাদের ওই দ্বিমতে প্রভাবে বাংলাদেশে ভিন্নমত সৃষ্টি হয়েছে। আমরা সরকারিভাবে এ সমস্যা সমাধানের চেষ্টা করছি।

এসময় স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, পুলিশের আইজি এ কে এম শহীদুল হক, অতিরিক্ত আইজি জাভেদ পাটওয়ারী, গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।