ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

টিকিট কেনার লাইনে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

মহিউদ্দিন মাহমুদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
টিকিট কেনার লাইনে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের টিকিট বিক্রির নির্ধারিত লাইনের বাইরে মারামারিতে লিপ্ত কয়েকজন। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের টিকিট কেনার লাইনের বাহিরে বিশৃঙ্খলা তৈরি হওয়ায় কয়েক দফা লাঠিচার্জ করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল থেকে মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের কর্নারে স্থাপিত অস্থায়ী কাউন্টারে টিকিট বিক্রি শুরুর পর বিশৃঙ্খলা দেখা দিলে এ লাঠিচার্জ করতে হয় আইন-শৃঙ্খলা বাহিনীকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই টিকিট বিক্রির নির্ধারিত লাইনের বাহিরে এক শ্রেণীর লোক জড়ো হচ্ছিলেন।

এদের অনেককে ভিড়ে মিশে গিয়ে লাইনে ঢোকার চেষ্টা করতে দেখা যায়। এ নিয়ে টিকিট কিনতে আসা দর্শকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

টিকিট বিক্রির নির্ধারিত লাইনের বাইরে বিশৃঙ্খলা থামাতে অ্যাকশনে পুলিশ।  ছবি: জিএম মুজিবুরএসব লোককে সরাতে বারবার হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। দীর্ঘ সময় লাইনে দাঁড়ানো টিকিটপ্রত্যাশীরাও বারবার চিৎকার করে জড়ো হওয়া এসব লোককে সরিয়ে দিতে বলছিলেন।

লাইনে দাঁড়ানো কয়েকজন টিকিটপ্রত্যাশী বাংলানিউজকে বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির এ চেষ্টাকারীদের মধ্যে অনেকে টিকিট কালোবাজারি। তারা গৃহকর্মী ও নিম্ন আয়ের মানুষজনকে লাইনে দাঁড় করিয়ে টিকিট নিতে চেষ্টা করছিলো। প্রতিনিধিদের কেউ টিকিট কিনে এনে বাইরে বেরোলেই ওই কালোবাজারিদের ব্যস্ত হয়ে পড়তে দেখা  যায়। আবার এক শ্রেণীর সুযোগ-সন্ধানী লাইনে না দাঁড়িয়ে বেশি দামে কালোবাজারিদের কাছ থেকে টিকিট কিনতে চাইছিলো লাইনের বাইরে।

টিকিট লাইনে থাকা মাসুদুর রহমান বাংলানিউজকে বলেন, অনেকে একসঙ্গে ধাক্কাধাক্কি করে লাইনে ঢোকার চেষ্টা করে। আমার একটু সামনে এ নিয়ে তিন-চার জনের মারামারিও হয়েছে।

দায়িত্বরত পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব বাংলানিউজকে বলেন, যারা লাইনে দাঁড়িয়েছে তারা যেন সুশৃঙ্খলভাবে টিকিট কিনতে পারে, আমরা সে চেষ্টা করছি। লাইনের বাইরে দাঁড়িয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, আমরা তাদের বারবার সরে যেতে বলছি।

শৃঙ্খলা ফেরাতে বাড়তি ফোর্স আনার কথাও জানান এসআই মাহবুব।  

এদিকে টিকিট বিক্রির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে পরিস্থিতি শান্ত রাখতে রীতিমত বেগ পেতে হচ্ছে বলে দাবি করেন নাম প্রকাশে অনিচ্ছুক দুই পুলিশ কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
এমইউএম/এইচএ/

** টিকিটের লাইনে এরা কারা?

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।