ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ইয়াবাসহ ডিলার আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
কুষ্টিয়ায় ইয়াবাসহ ডিলার আটক

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে ১ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ মাসুদ ফকির (৪৫) নামে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের দাবি মাসুদ একজন ইয়াবার ডিলার।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাসুদ ওই এলাকার মৃত আহসান উল্লাহ ফকিরের ছেলে।


জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাসুদের বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
 
এ ব্যাপারে পরিদর্শক তারেক মাহমুদ বাদী হয়ে মিরপুর থানায় মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।