ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি (ফাইল ফটো)

মুন্সীগঞ্জ: ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়েছে ৬টি ফেরি।

শনিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটা থেকে নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় ঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় রয়েছে চার শতাধিক গাড়ি।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারী বাংলানিউজকে জানান, ঘন কুয়াশার কারণে রাত আড়াইটা থেকে নদীর মার্কিং বাতি অস্পষ্ট হয়ে উঠেছে। এ অবস্থায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সব ফেরিই বন্ধ রাখা হয়েছে। এছাড়া মাঝ পদ্মায় যাত্রী ও পণ্যবাহী যানবাহনসহ ৬টি ফেরি নোঙর করা হয়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।