ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পথশিশুদের নিয়ে ফেনীতে পিঠা উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
পথশিশুদের নিয়ে ফেনীতে পিঠা উৎসব পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে শীতের পিঠা উৎসব

ফেনী: ফেনীতে পথশিশু ও সুবিধাবঞ্চিত ১শ’ শিশুদের নিয়ে শীতের পিঠা উৎসব করেছে সামাজিক সংগঠন ‘আমরা ক’জন স্বেচ্ছাসেবক’।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে শহরের জেল রোড়স্থ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ চত্বরে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। উৎসবে শিশুদের হরেক রকমের শীতের পিঠা খাওয়ানো হয়েছে।

 

এসময় সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সভাপতি মো. সাহাব উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ফাহিমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও পৌর কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী।

বিশেষ অতিথি ছিলেন- ফেনী প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, সংগঠনের উপদেষ্টা আরিফুল আমিন রিজভী।  

আরও উপস্থিত ছিলেন- যুব রেড ক্রিসেন্ট ফেনী জেলা ইউনিটের যুব প্রধান সাইফুদ্দিন রাশেদ, রোটারেক্ট ক্লাব অব ফেনী গভ. কলেজের সভাপতি নাজিম উদ্দিন জিকু, সাংবদিক দুলাল তালুকদার, সংগঠনের সাবেক সভাপতি মো. আবু সাঈদ প্রমুখ।

উৎসব শেষে ‘আমরা ক’জন স্বেচ্ছাসেবক, এর ২০১৮ সালের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
এসএইচডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।