ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চরভদ্রাসনে বৃদ্ধের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
চরভদ্রাসনে বৃদ্ধের আত্মহত্যা

ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় গলায় ফাঁস দিয়ে শেখ সোনা মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। 

শুক্রবার (১২ জানুয়ারি) উপজেলার এমপি ডাঙ্গি গ্রামের ভাঙার মাথা মুনসর মাস্টারের বাড়ির পেছনের বাঁশ বাগান গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেন তিনি। সোনা মিয়া ‍উপজেলার টিলারচর গ্রামের বাসিন্দা।

 

সোনা মিয়ার স্ত্রী আনুরা খাতুন বাংলানিউজকে জানান,‘তার স্বামী প্রায় ১ বছর যাবৎ মানসিক রোগ ও পেটের ব্যাথায় ভুগছিলো। ঘটনার দিন সকাল ৬টায় সোনা মিয়া তার কাছ থেকে এক শত টাকা নিয়ে দোকানে যায় কিছু কেনা জন্য। সকাল আনুমানিক ৭টায় বাড়িতে ফিরে এসে তার হাতে পঞ্চাশ টাকা ফেরত দিয়ে পুনরায় বাড়ি থেকে বের হয়ে যায়।

চরভদ্রাসন থানার উপ পরিদর্শক (এসআই) স্বপন কুমার বলেন, দুপুর ১টার দিকে ওই বাঁশ বাগানে সোনা মিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।